December 9, 2024
খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি উজ্জীবিত করছে টাইগারদের

 

ক্রীড়া ডেস্ক

ইতোমধ্যে দ্বাদশ বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। তার মধ্যে ১টি জয়, ২টি হার ও ১টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হবার স্বাদ পেয়েছে টাইগাররা। তাই তাদের সংগ্রহে আছে মাত্র ৩ পয়েন্ট। এতে চিন্তার ভাজ বাংলাদেশের কপালে। সেমিফাইনালে যাবার পথে নিশ্চিন্ত অবস্থানে নেই মাশরাফি বাহিনী। এ অবস্থায় আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

ক্যারিবীয়দের বিপক্ষে ভালো খেলার টনিক হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি মনে করতে পারে। ঐ আসরে লিগ পর্বে দু’বার ও ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ। সেই সুখস্মৃতিতে উজ্জীবিত হয়ে জয়ের ধারায় ফেরার লক্ষ্য মাশরাফি-সাকিবদের। ইংল্যান্ডের টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এই ভেন্যুটি সমারসেট কাউন্টি গ্রাউন্ড নামেও পরিচিত।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গেল মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজও ছিলো ঐ টুর্নামেন্ট। প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরমেন্স করতে থাকে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে আসর শুরু করে টাইগাররা। পরের ম্যাচে আয়ারল্যান্ডের সাথে ২২ গজে লড়াই করতে নামতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারনে ম্যাচটি ভেস্তে যায়।

এরপর লিগের দ্বিতীয় পর্বে আবারো ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় টাইগাররা। লিগ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ৬ উইকেটে জিতে মাশরাফির দল। ৪ ম্যাচে ৩জয় ও ১টি পরিত্যক্ত ম্যাচের স্বাদ নিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ।

লিগ পর্বে দু’বার হারানোর পরও ফাইনাল ম্যাচে আত্মতৃপ্তিতে ভোগেনি বাংলাদেশ। শিরোপা নির্ধারনী ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ছাড় দেয়নি স্টিভ রোডসের শিষ্যরা। তাই প্রথমবারের মত নিজেদের ক্রিকেট ইতিহাসে তিন বা ততোধিক দলের কোন টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ নিতে পারে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ।

ঐ শিরোপাই এখন বাংলাদেশের জন্য অনেক বড় অনুপ্রেরণা। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর হতাশা ঘিরে ধরেছে টাইগারদের। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ।

পয়েন্ট টেবিলে বাংলাদেশের মত একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ৪ খেলায় ১ জয় ২টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৩ পয়েন্ট ক্যারিবীয়দের। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হারে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে জেসন হোল্ডারের দল।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল­াহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, কার্লোস ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, শানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরোন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাসলে নার্স, নিকোলাস পুরান, কেমার রোচ, আন্দ্রে রাসেল ও ওশানে থমাস।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *