December 8, 2024
জাতীয়লেটেস্ট

তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিকদের আলোচনার জন্য ডেকেছে সরকার

জরুরি বৈঠকে বসছে সরকার ও তৈরি পোশাক শিল্পের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা । বিগত চার দিন ধরে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ঢাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যান বাহনের ক্ষয়ক্ষতি থামাতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ মঙ্গলবার বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক হবে যার  সভাপতিত্ব করবেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও উপস্থিত থাকবেন।মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে দেশের তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন নিয়ে শ্রমিকদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে দেখা যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অতান্ত ধৈর্য ধারণ করে এবং আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে। গত শনিবার থেকে রাজধানীর বিমানবন্দর সড়কে ন্যূনতম জরুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভে নেমেছে শ্রমিকেরা। একটি বাসে আগুনও দিয়েছেন তারা। শ্রমিকেরা দাবি করেছে, নতুন মজুরি অনেক কারখানায় বাস্তবায়ন করেনি। ডিসেম্বরের ১ তারিখ থেকে নতুন মজুরিতে বেতন দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন  করেননি মালিকেরা, তার ফলে সৃষ্ট ক্ষোভের বহি প্রকাশ হচ্ছে তাদের এই বিক্ষোভ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *