তেরখাদা উপজেলা দলিত পরিষদের পরিচিতি সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল তেরখাদায় বিকেল ৩টায় বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে তেরখাদা উপজেলা শাখার সভাপতি বাবু জয়দেব বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২০২০ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জয়দেবকে সভাপতি ও বিল্লু মুনি কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) এর বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক বাবু অমীয় দাস দুলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ সিফাত, সভাপতি, তেরখাদা উপজেলা প্রেসক্লাব, মোঃ বাছিতুল হাবিব প্রিন্স, সাধারণ সম্পাদক, তেরখাদা উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, তেরখাদা উপজেলা প্রেসক্লাব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবি কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাবু, নজরুল ইসলাম খালিদ, তেরখাদা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু পাগল ঋষি, কোষাধ্যক্ষ বাবু কৃষ্ণ বিশ্বাস, উজ্জল সরকার, বেবি বেগম, কামচে রাম মুনী, অসীম বিশ্বাস, সুব্রদা বিশ্বাস, পরেশ মুনী, বিকাশ মুনী, গৌতম রবিদাশ, সুজলা রানী শীল, শেফালী বালা, রিক্তা অধিকারী, কৃষ্ণ বিশ্বাস, বৃষ্টি আক্তার প্রমুখসহ উপজেলার ৬ইউনিয়নের দলিত পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিল্লু মুনী।