তেরখাদায় বৃদ্ধের উপর হামলা
তেরখাদা প্রতিনিধি
তেরখাদার আজগড়ায় বৃদ্ধের উপর হামলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রæতার জের ধরে গত ৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আজগড়া গ্রামের সবিতা ব্যাপারীর(৬৬) উপর এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সবিতা ব্যাপারী ওই দিন সন্ধ্যায় ঘরের বারান্দায় বসে ছিলেন। হটাৎ করে আজগড়া এলাকার রমেশ মল্লিক তার সঙ্গীয় ৩/৪জন অস্ত্রধারীদের নিয়ে সুবিতা ব্যাপারীর বাড়িতে গিয়ে সে কিছু বুঝে উঠার আগেই তার উপর হামলা করে। অস্ত্রধারীদের লাঠির আঘাতে সবিতা ব্যাপারী গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রæত খুলনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছিল।