October 3, 2024
আঞ্চলিক

তেরখাদায় বিশ্ব ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস পালিত

 

 

তেরখাদা প্রতিনিধি

গত ২৪ জুন ২০১৯  তেরখাদা উপজেলায় বিশ্ব ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। সিএসএস-ওয়াশ প্রকল্পের উদ্যোগে এবং স্কয়ার কোম্পানীর সহযোগিতায় এ উপলক্ষে সকাল ৯টায়  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ছাগলাদাহ আদিলউদ্দিন স্মরণীক মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে এর পার্শ¦বর্তী এলাকা প্রদক্ষিণ করে এবং ছাগলাদহ আদিল উদ্দিন স্মরণীক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

৩নং ছাগলাদহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরাফাত হোসেন মুক্তি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহেলাসুলতানা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, প্রধান মনিরুজ্জামান, সিএসএস ওয়াশ প্রকল্পের সমন্বয়কারী নান্টু গোপাল দে, এরিয়া অফিসার মনজিলা খাতুন (লিপি), ইউনিয়ন ফ্যাসিলিটেটর মিলন মন্ডল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *