তেরখাদায় নির্বাচন পরবর্তী নবনির্বাচিত চেয়ারম্যানের মতবিনিময় সভা
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় নির্বাচন পরবর্তী নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম উপজেলার ৬নং মধুপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত মত বিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। সাধারণ জনগণের বিভিন্ন প্রকার অভাব অভিযোগের কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
এসময় তার সাথে ছিলেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এফএম মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, মোঃ কামরুজ্জামান, তেরখাদা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সেখ সেলিম আহমেদ, আক্তারুজ্জামান জুন, শেখ আনিছুল হক, কালাম মোড়ল, ওবায়দুল মোল্যা, আলমগীর হোসেন, জাহিদ হোসেন, মশিউর রহমান প্রমুখ।