তেরখাদার ভুতিয়ার বিলের মাঝিদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
তেরখাদা প্রতিনিধি
উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রীন বেল্ট প্রকল্পের আওতায় বৃক্ষ রোপন ও মাদক বিরোধী সচেতনতা সভায় তেরখাদা ইউনিয়নের বলদ্বর্না এবিএস মাধ্যমিক বিদ্যালয়ে খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন আগমন করেন। তখন স্থানীয় মাঝিরা তাকে ভুতিয়ার বিলের অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য বিলে নৌকা যোগে বিলের বিভিন্ন স্থানে নিয়ে যান।
জেলা প্রশাসক ভুতিয়ার বিলের সৈন্দর্যে মুগ্ধ হয়ে গত ৪ নভেম্বর মাঝিদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের মাধ্যমে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন। এ বিষয়ে তেরখাদা উপজেলার উপকারভোগীরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের উপর আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।