September 20, 2024
আঞ্চলিক

তালায় ৯ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

 

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় প্রেমঘটিত কারণে ৯ম শ্রেনীর ছাত্রী অত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খরাইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে। খরাইল গ্রামের শুভংকর মন্ডলের মেয়ে লাবনী মন্ডল (১৫) দেওয়ানীপাড়া সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী এঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে।

লাবনীর বাবা শুভংকর মন্ডল জানান, স্কুলে যাওয়ার সময় পথে একই গ্রামের বিকাশ মন্ডলের কলেজ পড়–য়া ছেলে বাপ্পী মন্ডল তাকে উত্তক্ত করতো। গত দুই বছর আগে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে শালিশের মাধ্যমে বিকাশকে তার ছেলের প্রেমের বিষয়টি সতর্ক করেন। তার পরেও বাপ্পী লাবনীকে মোবাইল ফোন কিনে দিয়ে সম্পর্ক চালিয়ে আসছিল। গত বুধবার রাতে বাপ্পী ও লাবনীর মধ্যে ফোন আলাপের সময় লাবনীকে উচ্চস্বরে কথা বলতে দেখে ঘটনাটি জানাজানি হলে সে ঘরের আড়ায় গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *