September 13, 2024
আঞ্চলিক

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর, প্রতিশ্রæতি দ্রæত বাস্তবায়ন’ এই ¯েøাগান নিয়ে তালায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী উপজেলা প্রদক্ষিণ শেষে আঞ্চলিক প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।  আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ কুমার। স্বাগত রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবুল বাসার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, অধ্যক্ষ আব্দুর রহমান, ডাঃ মীর আবু মাউদ, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, মেডিকেল অফিসার তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে  জালালপুর ইউপি চেয়ারম্য মা ও শিশুস্বাস্থ্য কার্য্যক্রমে প্রশংসনীয় অবদান রাখা উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।

আলোচনা সভা শেষে ও উপজেলা শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রশংসাপ্রত্র ও পুরস্কার জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর হাতে তুলে দেন অতিথীরা। উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্য্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য উপজেলা শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন। জালালপুর ইউনিয়ন পরিষদ ২ বার জেলা, ও পর পর ৪ বার  উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করল।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *