September 20, 2024
আঞ্চলিক

তালায় একই পরিবারের ৬ জনকে পিটিয়ে জখম

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালার উপজেলার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৬ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, গত ১ জুলাই সকালে তালা উপজেলার অভয়তলা গ্রামে। আহতদের মধ্যে মারাত্মক জখম অবস্থায় হাফিজুর রহমান শেখ (৫৫), হামিজুর রহমান শেখ (৫০), ছাবিরা বেগম (৪০), সাজিদা বেগম (৩৫), ও ইকবাল হোসেন (১৮) তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এর মধ্যে হাফিজুর (৫৫)’র অবস্থা আশংকা জনক হওয়ায়  সাতক্ষীরা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

জানা যায়, অভয়তলা গ্রামের হাফিজুর রহমানের সহিত একই এলাকার হাবিবুর গংদের সহিত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় সাতক্ষীরা আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। বিজ্ঞ আদালত উক্ত জমিতে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দিলেও প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় আদালতের আদেশ অমান্য করে জমি জবর দখলের পায়তারা করছে। মারাত্বক আহত হাফিজুর রহমানের পুত্র আলামিন জানায়, সোমবার সকালে  হাবিবুর, তজিবুর, তবিবুর, রউফ, আব্দুর রহমানের নেতৃত্বে ৮/১০ জন দুর্বৃত্ব আতর্কিত তাদের বাড়ীতে হামলা চালিয়ে একই পরিবারের ৬ জনকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, ভুক্তভোগীর পরিবার।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *