October 8, 2024
আঞ্চলিক

তালায় ইটবাহী ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে নিহত ১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালায় ইট বাহী  ট্রলির চাকায় পিষ্ট হয়ে গনেষ ঘোষ (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। সে  উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ ঘোষের পুত্র। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে তালার বালিয়া টিআরএম ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, গনেষ ঘোষ সকালে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি দ্রæতগামী ইটবাহী ট্রলি তাকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রæত তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ট্রলির চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রলিটি আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *