October 8, 2024
আঞ্চলিক

তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করে দক্ষতাকে বিকশিত করতে হবে

 

সামাজিক যোগাযোগ মাধ্যম শীর্ষ কর্মশালায় সিটি মেয়র

 

খানজাহান আলী থানা প্রতিনিধি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন ‘‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করে নিজেদের দক্ষতাকে বিকশিত করে দেশ গড়ার কাজে লাগাতে হবে। এ কাজে দলের প্রতিটি নেতা-কর্মীকে তথ্য প্রযক্তির বিষয়ে জ্ঞান অর্জনে বিকল্প নাই। তিনি বলেন ২০০৮ সালের নির্বাচনের যখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কথা নির্বাচনি ইশতিহারে বলেছিলেন তখন অনেকেই অনেক কথা বলেছিল, অনেকে আবার ঠাট্টাও করেছিল। কিন্তু ডিজিটাল বাংলাদেশের সুফল এখন  এদেশের প্রতিটি জনগণ উপভোগ করছে।

তিনি গতকাল সোমবার কুয়েট মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে কর্ম দক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম শীর্ষক বিভাগীয় কর্মশালার খুলনা পর্বের অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করে ভালো দিক গুলো কাজে লাগতে হবে এবং খারাপ দিক গুলোকে বর্জন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কারণে এখন অনেক অঘটন ঘটছে দেশে। এই অঘটনের মূলে রয়েছে গুজব। গুজবের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের শক্ত অবস্থানের আহবান জানান। বর্তমান সরকারের মিশন ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষতাকে কাজে লাগানোর আহবান জানিয়ে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেসব অসমাপ্ত কাজ রয়েছে তা বঙ্গবন্ধু কন্যা বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। তার জন্য ছাত্রলীগকে বেশি ভূমিকা রাখতে হবে। ছাত্রলীগকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, সচেতনতার অভাবে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা কিছু ভুল করে থাকেন। সেই ভুলগুলোকে ইস্যু করে অপপ্রচার এবং সামাজিক শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে স্বাধীনতা বিরোধী ও জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত।তাই এসব ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড, মো. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী রনক আহসানের সঞ্চালনায় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য এবং আইইবি কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সুফি ফারুক ইবনে আবুবকর এবং সিআরআই কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য  প্রকৌশলী তন্ময় আহমেদ। অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ নেতা শেখ আনিসুর রহমান, ইউসুফ আলী খলিফা, মোড়ল হাবিবুর রহমান, মো. শাকিল আহম্মেদ, এফ এম জাহিদ হাসান জাকিরসহ খুলনা বিভাগের সকল ইউনিট আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *