October 4, 2024
আঞ্চলিক

ঢাবি ভিপি নূরসহ শিক্ষার্থীদের উপর হামলায় বিএনপি’র নিন্দা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদেও (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ নিরীহ মেধাবী ছাত্রদের ওপর আবারও অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সন্ত্রাসীরা বারবার হামলা চালিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে মেধাবী শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত করছে। বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ তদন্ত সাপেক্ষে দায়ী সন্ত্রাসীদের দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অবাঞ্চিত ঘোষণা, ছাত্রত্ব বাতিল ও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশারফ হোসেন, মীর কায়সেদ আলী, জাফরউল­াহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, জলিল খান কালাম, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ ও এসএম আরিফুর রহমান মিঠু প্রমুখ।

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *