September 21, 2024
আঞ্চলিক

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে আ’লীগের দোয়া মাহফিল

 

 

প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, কামরুজ্জামান জামাল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান জবা, মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. শাহ আলম. এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, ফেরদৌস হোসেন লাবু, শেখ মো. রুহুল আমিন, মো. শিহাব উদ্দিন, মো. আমির হোসেন, এস এম আকিল উদ্দিন, মো. মুন্সি নাহিদুজ্জামান, খান সাইফুল ইসলাম, বিএম কামরুজ্জামাল, মোয়াজ্জেম হোসেন খান, মামুন কবির কচি, জাহিদুল খলিফা, জামিল খান, সরদার জাকির হোসেন, মো. পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *