ডুমুরিয়া থুকড়া আনন্দ আশ্রয়ে স্বাস্থ্যসেবীদের কর্মশালা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সেবা কর্মীদের নিয়ে গতকাল শনিবার ২টায় থুকড়া আনন্দ আশ্রয় ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারে শিশু ও মাতৃ মৃত্যুরোধ কল্পে ১দিনের কর্মশলা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে কর্মশলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. বি এম দ্বীন মোহাম্মদ খোকা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. শুকুমার মন্ডল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থুকড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হামিদ বিশ্বাস, ইদ্রিস আলী মোল্যা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বি এম হুমাউন কবির, সভায় স্বাগত বক্তব্য রাখেন ডা. মো: আলমগীর হোসেন, লুৎফুন্নেছা, কাঞ্চন রানী সাহা, অলক কুমার বিশ্বাস, কাঞ্চন মালা, রজিব মন্ডল, নিলা রায়, স্বপ্না রানী, শিল্পী রায়, তৌহিদুল ইসলাম রনি, মিলন কুমার বৈরাগী প্রমুখ।