ডুমুরিয়া চেচুড়ী ভলিবলে বাহাদুরপুর দহকুলা দলের বিজয়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া চেচুড়ী দহকুলা স্কুল মাঠে চেচুড়ী সিডি যুব সংঘের আয়োজনে মরহুম আব্দুল খালেক স্মৃতি স্মরণে ৮ দলীয় ভলিবল টর্তুামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১১টায় চুড়ান্ত পর্বের খেলায় বাহাদুরপুর দহকুলা ও কপালিয়া ভলিবল দল চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করেন। উক্ত খেলায় বাহাদুরপুর ভলিবল দল বিজয়ী হয় এবং কপালিয়া ভলিবল দল রানার্সআপ হয়।
খেলায় চেচুড়ী সিডি যুব সংঘের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামালিয়া ইউপি চেয়ারম্যান মো: রেজোয়ান হোসেন মোল্যা, বিশেষ অতিথি ছিলেন ডা. হরিদাস মন্ডল, ইউপি সদস্য মো: শহিদ মহলদার, মো: বাহারুল মোড়ল, দিবারুল মোড়ল, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রিতিষ কুমার মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্যা শাহিদা বেগম প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে ৭ হাজার টাকা এবং বিজীত দলদের ৫ হাজার টাকা প্রদান করেন।