ডুমুরিয়ায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘন করে পণ্য সামগ্রী বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর খুলনার একটি দল এ অভিযান পরিচালনা করেন।
এসময় মেয়াদ উর্ত্তীর্ণ পন্য এবং ভোক্তা অধিকার নীতিমালা লঙ্ঘনের অপরাধ চুকনগর শহরের জৌতিময় ফার্মেসী ৫ হাজার, গাজী মেডিকেল হল ৩ হাজার, পল্লী চিকিৎসক গৌতম রায় ২ হাজার, আছিয়া কসমেটিকস্ ২ হাজার, আপন কসমেটিকস্ ২ হাজার টাকাসহ ৬ ব্যাবসা প্রতিষ্ঠানে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন কর্তৃপক্ষ। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন, সহকারি পরিচালক মোঃ নাজমুল হাসান, জেলা সহকারি পরিচালক শিকদার শাহিনুর আলম।