ডুমুরিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ঔষুধ বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া অগ্রণী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে রবিবার দিনব্যাপী বিভিন্ন রোগীর চিকিৎসা ও বিনামূল্যে অসায় গরিব রোগীদের ওষুধ প্রদান করা হয়েছে। প্রতিমাসে দু’দিনের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মরহুম ফকির শাহাদাৎ আলী স্মরণে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
সমিতির কার্যালয়ে চিকিৎসাপূর্ব এক আলোচনায় প্রিন্সিপ্যাল অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌমিত্র বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, প্রতিষ্ঠাতা একেএম জাফর ইকবাল, ম্যানেজার জি এম ফিরোজ, নিজাম উদ্দিন মোল্যা, অনুপ বসাক, ফারহানা আক্তার জাফর, মোঃ শিহাব জোয়ার্দার, বিবেক মল্লিক, মিন্টু মহলদার প্রমুখ। পরিচালনা করেন ফাতেমা খাতুন ময়না।
রবিবার রোগীর সেবা প্রদান করেছেন খুলনা আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার (গাইনী ও অবস) ডা. তামান্না হাসিন-এমবিবিএস (আরইউ), উপসহকারি মেডিকেল অফিসার ডা, এম খালিদ সাইফুল্লাহ (ডিএমএফ), উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার চক্ষু ডা. মোঃ বি ইউ রোমেল এবং উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডেন্টাল ডা. আসমা আক্তার।
অগ্রণী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রিন্সিপ্যাল অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ জানান; প্রতিমাসের ১ তারিখ বিনামূল্যে গাইনী বিষয়ক, চক্ষু, মেডিসিন ও দন্ত রোগ নির্ণয় এবং ১৫ তারিখে শুধু চক্ষু রোগের চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি অসহায় গরিব রোগীদের ফ্রি ঔষধ প্রদান করা হচ্ছে।