October 12, 2024
আঞ্চলিক

ডিসেম্বরের মধ্যেই দেশে শতভাগ বিদ্যুৎ : সচিব

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সচিব ডক্টর সুলতান আহমেদ বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি অঞ্চলে বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে বিদ্যুৎ বিভাগ সেবা সপ্তাহ ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি এলাকায় আলোকিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। রামপাল পাওয়ার প্লান্ট আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শুক্রবার দুপুরে রামপাল উপজেলার সুন্দরবন মহিলা মহাবিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক নরেশ আনন্দ। এ সময়ে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিদ্যুত সচিবের সহধর্মীনি, বিদ্যুত বিভাগের জয়েন্ট সেক্টেরি নুরুল আলম, উপ-সচিব মো: নাজমুল আবেদীন, রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস সি পান্ডে, বিদ্যুত উন্নয়ন বোর্ডের সদস্য মো: জাকির হোসেন, প্রধান প্রকৌশলী মাহাবুবুর রহমান, রামপাল পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মীনি রেনুকা আনন্দ, প্রকল্প পরিচালকের সহধর্মীনি নলিনী পান্ডে, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, কোম্পানীর ডিজিএম (এইচ আর) সিদ্ধার্থ মন্ডল, ডিএম (এইই আর) তরিকুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ও জাতির পিতাকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে পুরস্কার হিসেবে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই উপহার দেয়া হয়। এর আগে মোংলার দিগরাজ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী প্রাইভেট লিমিটে’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণের বিতরণ করা হয়। অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পানির পট এবং ছাতা তুলে দেয়া হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *