April 19, 2024
জাতীয়

ডিএনসিসিতে জাপা’র মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন

দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বুধবার বিকালে বনানীতে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয়ে শাফিন আহমেদকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা জানান। দুই দিন আগে এই কার্যালয় থেকেই জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেন শাফিন। ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়ও এবার ঢাকা উত্তরের মেয়র হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতার জন্য দুজন জাতীয় পার্টির ফরম কিনলেও শেষ পর্যন্ত শাফিন আহমেদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জাতীয় পার্টির উপ দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান। জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের লিড ভোকাল শাফিন লাঙ্গল প্রতীক নিয়েই মেয়র পদে লড়বেন বলে জানান তিনি। ইতোমধ্যেই জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়েছে বলে জানান রাজ্জাক।
গত বছর ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) হয়ে মনোনয়নপত্র নিয়েছিলেন শাফিন। পরে আদালতের আদেশে ওই নির্বাচন আটকে যায়।
এবার জাতীয় পার্টির প্রার্থী হতে চলা শাফিনের প্রতিদ্ব›দ্বীদের তালিকায় রয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলাম। বিজিএমইএর সাবেক সভাপতি আতিককে মেয়র পদে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যানকারী বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ এর আগে কোনো রাজনৈতিক দলে নাম লেখাননি। মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তোড়জোড় শুরু হলে এনডিএমের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। মেয়র পদ ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে যুক্ত হওয়া ওয়ার্ড কাউন্সিলগুলোর নির্বাচনেও কাউন্সিলর পদ প্রার্থীদের মনোনয়ন দিয়েছে এরশাদের জাতীয় পার্টি।
তারা হলেন – ২১ নম্বর ওয়ার্ডে এস এম আমিনুল হক (সেলিম), ৩৭ নম্বর ওয়ার্ডে শামসুল হক রনি (বেপারী), ৩৮ নম্বর ওয়ার্ডে মো. জাকির হোসেন হান্নান, ৩৯ নম্বর ওয়ার্ডে আমির আলী, ৪০ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন দিলু, ৪১ নম্বর ওয়ার্ডে এ মো. জহিরুল ইসলাম মিন্টু, ৪৩ নম্বর ওয়ার্ডে মো. মহিবুর রহমান, ৪৪ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম জুয়েল, ৪৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী বাবু, ৪৮ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৪৯ নম্বর ওয়ার্ডে মো. ইসমাইল হোসেন, ৫০ নম্বর ওয়ার্ডে মো. ফজলুল হক শিশির, ৫২ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহিম হোসেন এবং ৫৪ নম্বর ওয়ার্ডে মো. আলাউদ্দিন আলাল ।
আগামী ২৮ ফেব্র“য়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ভোট রয়েছে। ওই ভোট সামনে রেখে ৩৬ টি ওয়ার্ডের সব প্রচার সামগ্রী ৩১ জানুয়ারি রাত ১২টার মধ্যে সরানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *