July 27, 2024
জাতীয়

ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে আহত শিশু

দক্ষিণাঞ্চল ডেস্ক

চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ছোড়া ঢিল থেকে অল্পের জন্য বাঁচলো ১৩ মাস বয়সী এক শিশু। গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়ে যাওয়া ৭টার সুবর্ণ এক্সপ্রেসে ট্রেনের ‘ঝ’ বগিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. ইকবাল হোসাইন পারভেজ জানান, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার টঙ্গির কাছাকাছি আসলে হঠাৎ বাইর থেকে চার-পাঁচটি পাথর ছোড়া হয়। এতে ছিটকে আসা পাথরের টুকরার আঘাতে ঝ বগির ২৯ নম্বর আসনের জানালার পাশে থাকা এক শিশুর মাথায় আঘাত লাগে। সরাসরি পাথরটি এসে মাথায় লাগলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত।

সুবর্ণ ট্রেনের দায়িত্বরত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, চলন্ত ট্রেনে এ রকম ঘটনা ঘটলে কিছু করার থাকে না। আমরা ওই শিশুকে মাথায় ব্যান্ডেজ লাগানোর ব্যবস্থা করে দিই।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনের দরজা-জানালা বন্ধ রাখতে বিভিন্ন সময় সচেতনামূলক কার্যক্রম চালিয়েছি। এ ছাড়া দায়িত্বরত কর্মকর্তাদের জানালা বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া আছে। যাত্রীরা সচেতন হলে এরকম বহু ঘটনা থেকে মুক্তি মেলে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *