ট্রাক চাপায় পিষ্ট পাটকেলঘাটা ডাচ বাংলা ফাস্ট ট্রাকের ম্যানেজার
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে পাটকেলঘাটা ডাচ্ বাংলা ফাস্ট ট্রাকের এডিসি ম্যানেজার শামসুর রহমান সানা (৪০)। গতকাল সোমবার বেলা ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইলস্থ বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহিদুল্লাহ সানার পুত্র শামছুর রহমান প্রতিদিনের ন্যায় পাটকেলঘাটা ডাচ্বাংলা ব্যাংকের অফিস শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ত্রিশমাইলস্থ বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে পৌছালে অসাবধানবসত চাকা পিছলে তিনি পিচের উপর পড়ে যান। এসময় পিছন দিক হতে আসা সাতক্ষীরাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকসহ চালক পালিয়ে গেলেও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।