October 3, 2024
আন্তর্জাতিক

টেক্সাসে বিমান দুর্ঘটনায় ১০ জন নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে রোববার দুই ইঞ্জিন বিশিষ্ট একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
টেক্সাসের এডিসন শহরের এক নারী মুখপাত্র এএফপি’কে বলেন, ‘ডালাস কাউন্টি হাসপাতাল পরীক্ষক বিমান দুর্ঘটনায় এসব প্রাণহানির খবর নিশ্চিত করেছে। বিমানটির আরোহীদের কেউ জীবিত নেই।’
জাতীয় পরিবহন নিরাপত্তা বিভাগ জানায়, তারা দুই ইঞ্জিন বিশিষ্ট কিং এয়ার ৩৫০ নামের বিমানটি বিধ্বস্তের ঘটনা তদন্তে এডিসনে একটি তদন্ত দল পাঠানো হয়েছে।
এ বিমান দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পরিবেশিত বিভিন্ন ভিডিও ফুটেজে বিমানবন্দরের একটি ভবনের বাইরে কালো ধোঁয়ার কুন্ডলি এবং দমকল বাহিনীর কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে দেখা যায়।
সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, এটি একটি বেসরকারি বিমান ছিল। বিমানটি স্থানীয় একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়।
এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, উড্ডয়ন করার সময় বিমানটির একটি ইঞ্জিন অকেজো হয়ে যায় এবং এটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *