টি-টোয়েন্টি দলে ফিরলেন সাইফ, নতুন মুখ নাসুম
ক্রীড়া ডেস্ক
ওয়ানডের পর চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলেও ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে না খেলা মুশফিকুর রহিম ফিরেছেন প্রত্যাশিতভাবেই। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে নতুন মুখ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত। সেখানে একটি ম্যাচ খেলে ৫ রানে অপরাজিত ছিলেন মিঠুন। তিন ম্যাচের সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার রুবেল ও তরুণ বাঁহাতি ব্যাটসম্যান শান্ত।
গত বিপিএলটা ব্যাট হাতে দুর্দান্ত কাটে মুশফিকের। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে করেন ৪৯১ রান। তার চেয়ে বেশি রান করেন কেবল রাইলি রুশো। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে না যাওয়ায় মুশফিকের ফেরাটা অনুমিতই ছিল।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাইফ। দ্বিতীয় ম্যাচে ছিলেন বিশ্রামে। এবার ফিরলেন টি-টোয়েন্টি দলে। শেষে ঝড় তোলা আর ডেথ ওভারে বোলিংয়ের জন্য তিনি মাহমুদউল্লাহর অন্যতম বড় ভরসা।
বিপিএলে উইকেট বেশি পাননি নাসুম। তবে নিয়ন্ত্রণ আর আঁটসাঁট বোলিংয়ে কাড়েন নজর। পাওয়ার প্লেতে বল করেছেন নিয়মিত। ডেথেও খারাপ করেননি। ১৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন ৭.২৬ রান। আগামী ৯ ও ১১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ।