July 27, 2024
জাতীয়লেটেস্ট

টানা দুদিন তিন শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে

রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭৩ জন রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৩ জন। তাদের মধ্যে এক হাজার ১১০ জন ঢাকার হাসপাতালে এবং ঢাকার বাইরে ৮৩ জন ভর্তি রয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) ৩২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এটিই চলতি মৌসুমে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হিসাবে সর্বোচ্চ।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ৩০৬ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১১৪ জন ও বেসরকারি হাসপাতালে ১৫৯ জনসহ মোট ২৭৩ জন ভর্তি হন।

অন্যদিকে, ঢাকার বাইরের ৩৩ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগের গাজীপুরে ১৭ জন, ময়মনসিংহে একজন, চট্টগ্রামে একজন, খুলনায় তিনজন, রাজশাহী বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং বরিশাল বিভাগে সাতজন ভর্তি হন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১৮ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ছয় হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৭৩৩ জন রোগী।

জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং ১৮ আগস্ট পর্যন্ত চার হাজার ২৯৮ জন রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ আগস্ট পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৮ জন মারা যান।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ৩০ জনের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে চারজনের মৃত্যু হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *