April 18, 2024
জাতীয়

টাঙ্গাইলে ফারুক হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্য

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় আরও দুইজন সাক্ষ্য দিয়েছেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহাম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্তি জেলা ও দায়রা জজ রাশেদ কবিরের আদালতে রাষ্ট্রপক্ষ চিকিৎসক আশরাফ আলীকে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করে। এছাড়া আব্দুল আওয়াল নামে আরও একজন সাক্ষ্য দেন।

মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে আদালতে হাজির করা হয়। আদালত পরিদর্শক তানবীর বলেন, আশরাফ আলী ও আব্দুল আওয়ালসহ এ মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০১৬ সালের ৩ ফেব্র“য়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এ মামলায় রানা ছাড়াও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জন আসামি রয়েছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *