টাইগার যুবাদের বিএনপির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
ভারতের বিপক্ষে ইতিহাস গড়ে আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা অর্জন করায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। বাংলাদেশের এই বিজয়কে ঐতিহাসিক এবং ক্রিকেট খেলায় আরো এক ধাপ এগিয়ে যাওয়া উল্লেখ করে বলা হয়, ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য ধারাবাহিক যে সম্মান বয়ে আনছে তা গৌরবের।
গতকাল সোমবার টাইগার যুবাদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. এসএম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ও জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।