December 9, 2024
আঞ্চলিক

ঝিনাইদহ জেলা পুলিশের রক্তদান কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে সদর থানা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। সার্বিক ভাবে সহযোগিতা করেন সদর থানার ওসি মিজানুর রহমান খান ও সদর থানার ওসি তদন্ত এমদাদুল হক,ওসি অপারেশন মহাসিন সহ পুলিশ অফিসার গন।
এসময় জেলা পুলিশের অর্ধশত পুলিশ সদস্য রক্তদান করেন। পরে সিভিল সার্জনের হাতে ব্লাড ব্যাংকে রক্ত হস্তান্তর করা হয়। ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *