April 23, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে ৭ দিনব্যাপী মনিপুরি নৃত্য প্রশিক্ষণ শুরু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৭ দিন ব্যাপী মনিপুরি নৃত্য প্রশিক্ষণে উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সামিনা হোসেন প্রেমা, ঝিনাইদহ শিল্পকলা একাডেমীর উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক শোভন সাহা সবুজ ও সাধারণ নৃত্য প্রশিক্ষক দোল আফরোজ অরনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রশিক্ষন বিভাগের ব্যবস্থাপনায় রোববার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ৯ ফেব্রæয়ারি পর্যন্ত। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী মনিপুরি নৃত্যের এ প্রশিক্ষণে অংশ নিবে। প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সামিনা হোসেন প্রেমা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *