September 16, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে ৭৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কেন্দ্রিয় বাস টার্মিনাল হতে ৭৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সিদ্দিক আলী (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত সিদ্দিক আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা রামনগর গ্রামের সিরাজুল ইসলাম এর পুত্র।

র‌্যাব জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে জেলা শহরের কেন্দ্রিয় বাসটার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় কেন্দ্রীয় বাসটার্মিনাল “পূর্বাশা পরিবহন” এর বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সিদ্দিক আলী গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর দেহ তল­াশী করে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারার মামলা করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *