September 19, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে ৫ দিনব্যাপী নাট্য প্রশিক্ষণের সমাপনী

ঝিনাইদহ প্রতিনিধি

‘নাটক হোক বঞ্চিত মানুষের প্রতিবাদী কন্ঠস্বর’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিন ব্যাপী নাট্য প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষিত নাট্য কর্মীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, তার সহধর্মীনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রোজি আহম্মেদ, সমাজসেবক খন্দকার হাফিজ ফারুক, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, অংকুর নাট্য একাডেমীর সভাপতি মসলেম আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন। অংকুর নাট্য একাডেমীর আয়োজনে দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেল বন্ধন উপলক্ষে গত ২১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার শুরু হয় এ প্রশিক্ষণ। এতে ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করে। ৫ দিন ব্যাপী নাট্য প্রশিক্ষণ প্রদাণ করেন ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্র নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য ও হাওড়া-থিয়েটার ওয়ার্কার্স রেপারটারীর প্রতিষ্ঠাতা সম্পাদক সৌরভ চট্টোপাধ্যায়। সনদপত্র বিতরণ শেষে নাট্য কর্মীদের অংশগ্রহণে ‘মোবাইল ডট কম’ নাটক পরিবেশিত হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *