November 12, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে শিশু হত্যা মামলার বাদি ও সাক্ষীরা আসামীদের ভয়ে ঘর ছাড়া

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের অচিন্তনগর গ্রামের শিশু হত্যা মামলার আসামীদের ভয়ে বাদি ও অধিকাংশ সাক্ষীরা চরম নিরাপত্তাহিনতায় বাড়ি ঘর ছাড়া।মনিরা খাতুন (৫) বছরের এক শিশু হত্যার দ্বায়ে শিশুর পিতা রমজান আলী বাদী হয়ে আশরাফুল ইসলাম, মোশারফ হোসেন, জাফর হোসেনসহ ৫জন কে আসামী করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ ১১/০৭/১৫ইং।ধারা ৪৪৭/৪৬৫/৫০৬ পেনাল কোড। জি, আর নং-২৩৭/১৫।
শিশু হত্যা মামলার বাদীর অভিযোগে জানাযায়,মুক্তিপোনের দাবিতে আমার শিশু কন্যা মনিরা খাতুনকে আসামীরা ০৭/০৭/১৫ইং তারিখ দুপুর বেলার কোন এক সময় অপহরন কয়ে নিয়ে পাট ক্ষেতে হত্যা করে ফেরে রেখে যায়। পরে ১২/০৭/১৫ইং তারিখ বিকাল বেলায় বাড়ির দক্ষিনপার্শের একটি পাট ক্ষেতে অর্ধগলিত শিশু মনিরা খাতুন এর লাশ পুলিশ উদ্ধার করে। দীর্ঘ তদন্ত শেষে (পুলিশ) সদর থানার এস আই জিএম আনিসুজ্জামান কিশোর আপরাধী ও নারী সহ ৯জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারিখ ৩১/০৩/২০১৬ ইং। আসামীরা হলেন মনিরুল ইসলাম, মনিজান, আশরাফুল ইসলাম, মোশারফ হোসেন, জাফর, শিপন,মিন্টু, নুপুর, নাসিম, কিশোর অপরাধী হুজাইফা অরফে জিহাদ। জামিনপ্রাপ্ত আসামীদের ভয়ে বাদি ও অধিকাংশ সাক্ষীরা চরম নিরাপত্তাহিনতায় বাড়ি ঘর ছাড়া।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *