ঝিনাইদহে বিভিন্ন যানবাহনে জাতীয় পতাকা বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
‘শহর জুড়ে লাল সবুজের পতাকা’ এ শ্লোগানকে সামনে রেখে বীরশ্রেষ্ঠ ও সকল শহীদদের স্মরণে সারা দেশে ৭ হাজার জাতীয় পতাকা বিতরণের অংশ হিসেবে ঝিনাইদহে বিভিন্ন যানবাহনে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের পায়রাচত্বর, মুজিবচত্বর, আরাপপুরসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে এ পতাকা বিতরণ করে ‘ঝিনুকদহ ভাষা পরিষদ’।
এসময় সংগঠনটির সভাপতি গাউস গোর্কি, উপদেষ্টা শাহিনুর আলম লিটন, সহ সাধারণ সম্পাদক আবদুস সবুর, সহ সাংগঠনিক সম্পাদক সাইক আলজানি লিসন, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক হাশেম আলী, কাঞ্চননগর যুব সমাজের খানজাহান আলী, পুর্বাচল সমাজ কল্যাণ পরিষদের রবিউল ইসলাম, মাদার তেরেসা বøাডব্যাংকের তারেক মাহমুদ জয় প্রমুখ উপস্থিত ছিলেন।