ঝিনাইদহে বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ড, সরবারহ বন্ধ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহে বিদ্যুৎ সাব-স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিকাণ্ডের পর জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, রোববার বিকাল ৪টার দিকে নিয়ন্ত্রণ কক্ষের প্যানাল বোর্ডে আগুন ধরে। এ সময় চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুন নিভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী শফিকুর রহমান ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার সন্ধ্যায় বলেন, আগুন নিভানোর পর মেরামতের কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।