April 25, 2024
জাতীয়

ঝিনাইদহে পৃথক সড়কে নিহত ২, ট্রাকে আগুন

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও একজন। স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবসী দুটি ট্রাক আগুনে পুড়িয়ে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, শনিবার বেলা ১১টার দিকে কাতলাগাড়ি বাজারে ও খড়িখালি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত অনিক (৮) কাতলাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। কীর্তিনগর গ্রামের লিটন মিয়ার ছেলে সে। নিহত অপরজনের নাম আনিসুর রহমান বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ওসি রহমান বলেন, বেলা ১১টার দিকে কাতলাগাড়ি বাজারে একটি বালুবোঝাই ট্রাক অনিককে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বালি বহনকারী দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাক দুটি পুড়ে গেছে। খবর পেয়ে শৈলকুপা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে তিনি জানান।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ মোল­া বলেন, ভোর ৫টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কে খড়িখালী দাসপাড়া এলাকায় সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে আনিসুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সোহরাব হোসেন নামে আরেক ব্যক্তি আহত হন বলে তিনি জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *