ঝিনাইদহে দুই ফার্মেসীকে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ঔষধ প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঔষধ তত্ত¡াবধায়কের যৌথ অভিযানে দুই ফার্মেসীতে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার গোয়ালপাড়াবাজারের মেসার্স খান ফার্মেসী ও হাটগোপালপুর বাজারের মেসার্স হাজী ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অনুমোদনবিহীন ইন্ডিয়ান ঔষধ, নকল মাইজিদ (এজেট্রো মাইজিদ) এন বি কোম্পানী মাইজিদ ট্যাবলেট রাখার অপরাধে তাদেরকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়।
ঝিনাইদহ ঔষধ তত্ত¡াবধায়ক নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়াবাজারের মেসার্স খান ফার্মেসী ও হাটগোপালপুর বাজারের মেসার্স হাজী ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অনুমোদনবিহীন ইন্ডিয়ান ঔষধ ও নকল ঔষধ বিক্রয় করছে। সে সময় ঔষধ প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ঔষধ আইনে গোয়ালপাড়া বাজারের মেসার্স খান ফার্মেসীকে ১০ হাজার ও হাটগোপালপুর বাজারের মেসার্স হাজী ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।