October 7, 2024
জাতীয়লেটেস্ট

জ্বর-কাশি নিয়ে মসজিদে না যাওয়ার পরামর্শ

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণ এড়াতে জ্বর-কাশি আছে এমন ব্যক্তিসহ অসুস্থদের মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ছোঁয়াচে রোগ কভিড-১৯ বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়ায় নানা দেশ মসজিদে যাওয়াসহ জনসমাগম কমিয়ে দেওয়ার প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার বাংলাদেশেও এই পরামর্শ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ইসলামিক ফাউন্ডেশন।

বাংলাদেশে ইতোমধ্যে ১০ জন কভিড-১৯ রোগী ধরা পড়েছে। এই রোগের ছড়িয়ে পড়া রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সরকার, জনসমাগমের মতো কর্মসূচিও বন্ধ রাখতে বলা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লীসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশ ফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হল।

এই সঙ্কটপূর্ণ সময়ে প্রতিরোধের উপায় নিয়ে দেশের সব মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করা এবং আল্লাহর দরবারে দোয়া করতে ইমামদের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ বার কুরআন খতম সম্পন্ন হয় বলে আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *