January 15, 2025
আঞ্চলিক

জেলা পরিষদ খুলনার বাজেট সভা অনুষ্ঠিত

 

 

খবর বিজ্ঞপ্তি

গতকাল রবিবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে খুলনা জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভার শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগষ্টের শহীদ এবং খুলনা-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য এস. এম. মোস্তফা রশিদী সুজা’র স্ত্রী তথা জেলা পরিষদের ১৩ ওয়ার্ডের সদস্য এস.এম. খালেদীন রশিদী সুকর্ন এর মাতা সদ্য প্রয়াত মিসেস খোদেজা রশিদী’র আত্মার শান্তি কামনায় মোনাজাতসহ এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত সভায় পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের ৫২,৯২,৯২,৯৯৮/১২ টাকার সংশোধিত এবং ২০১৯-২০ অর্থ বছরে ১১২,৬৩,৪৩,৩৯২/১০ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনসহ খুলনা জেলার সকল উপজেলার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে আলোচনা হয়।

এসময় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামানসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস, তত্ত¡াবধায়ক, করোনেশন কারিগরী বিদ্যালয় আব্দুর রহিমসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভা শেষে সভাপতি খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ সকল সম্মানিত সদস্য এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *