জেলা আ’লীগ নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা
বটিয়াঘাটা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক হুইপ জননেতা শেখ হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারীকে শুভেচ্ছা ও অভিন্ন্দন জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও চক্রাখালী সার্বজনীন শিব মন্দির কমিটির নেতৃবৃন্দ।
গতকাল শনিবার বটিয়াঘাটা উপজেলার সংগঠন দুটির পক্ষে বিবৃতি প্রদান করেন জোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, রফিকুল ইসলাম, রাজু হালদার, উত্তম টিকাদার, ফাল্গুনি হালদার, তনুশ্রী রায়, সঞ্জিবন মিস্ত্রী, তরিকুল ইসলাম, বৃষ্টি খাতুন, তোপা টিকাদার, বাপ্পা মল্লিক, মৃনাল টিকাদার, অচিন্ত্য, মধুসুধন মল্লিক ও মন্দির কমিটির পক্ষে সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সভাপতি রথিন মল্লিক, অজিত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায়, কোষাধ্যক্ষ উজ্জ্বল টিকাদার, রিপন রায়, প্রহ্লাদ গোলদার প্রমূখ। নব নির্বাচিত খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।