জেলা আ’লীগের সভাপতি ও সম্পাদককে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীকে গতকাল দুপুর ২টায় জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে খুলনা মহানগরের বিভিন্ন মন্দিরের অবকাঠামো সংস্কার, নির্মাণ এবং শ্মশানঘাটগুলো সংস্কারের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান ধর্মীয় অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রæতি দেন। তাছাড়া নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুÐু, অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, রজত কান্তি দাস, অরুণ কুমার পাল, পূজা পরিষদ, এ্যাড. নবকুমার চক্রবর্তী, রতন কুমার নাথ, বিকাশ কুমার সাহা, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, বিপ্লব সাহা লব, ডাঃ শেখর চন্দ্র পাল, প্রকাশ অধিকারী, অমর কৃষ্ণ কুÐু, দেবাশিষ রায়, দেবদাস মÐল দেবু প্রমুখ।