October 7, 2024
আঞ্চলিক

জেন্ডার এন্ড ইনক্লুসিভ এডুকেশন এ্যাকশন প্লান সম্পর্কে অংশীজনের কর্মশালা

তথ্য বিবরণী

‘এনডিডি এবং অটিজম বিষয়ে এ্যাকশন প্লান এবং জেন্ডার এন্ড ইনক্লুসিভ এডুকেশন এ্যাকশন প্লান সম্পর্কে অংশীজনের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল শনিবার খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ।

উদ্বোধনকালে মহাপরিচালক বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। দেশের উন্নয়নের সাথে প্রাথমিক শিক্ষাও সামনে এগিয়ে যাচ্ছে। স্কুলগুলো পরিদর্শন এবং মনিটরিং এর ওপর বেশি জোর দিতে হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রায় ২৬ হাজার প্রাইমারি স্কুলকে সরকারীকরণ করেছে। যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরও সামনে এগিয়ে যাবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে সক্ষম হবো।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) খান মোঃ নুরুল আমিন, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন। খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নেছা এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় খুলনার ১০ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অংশগ্রহণ করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *