জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী
জাতীয় পার্টির শোকসভায় বক্তারা
খবর বিজ্ঞপ্তি
জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী। শোককে শক্তিতে পরিণত করে সারাদেশে জাতীয় পার্টিকে আরও সক্রিয় করতে হবে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে এরশাদের নীতি আদর্শ নিয়ে এগিয়ে আসতে হবে। বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার দুপুরে গঙ্গারামপুর ইউনিয়ন জাতীয় পার্টি কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: সৈয়দ আবুল কাসেম। ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মঞ্জুর হোসেন বিশ^াসের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা সভাপতি মোতওয়ালী শেখ, জেলা জাপার সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হক ও জেলা সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র সরকার।
বক্তৃতা করেন দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক মোল্লা জাহাঙ্গীর হোসেন, বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক এড. প্রশান্ত কুমার বিশ^াস, চালনা পৌর জাপা সভাপতি জোনাব আলী গাজী, চালনা পৌর সাধারণ সম্পাদক মো: মামুন উর রশীদ, বটিয়াঘাটা উপজেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা জাপা নেতা সাদ্দাম হোসেন, শহর আলী সরদার, মো: বজলুর রহমান, মো: নূর মোহাম্মদ, কৃষ্ণপদ, মো: মান্না, সঞ্জয় শীল, গোবিন্দ রায়, প্রবীর শীল, হিমাদ্রি রায়, জীবন কুমার, মাসুদ রানা প্রমুখ। সভা পরিচালনা করেন, সুজীদ গোলদার বিমান এবং দোয়া পরিচালনা করেন আরিফ বিল্লাহ।