জাসদ বৃহত্তর খুলনার প্রতিনিধি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বিকাল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে বৃহত্তর খুলনার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাসদের সভাপতি শেখ গোলাম মোর্তুজার সভাপতিত্বে এবং কবির হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু। বিশেষ বক্তা কেন্দ্রীয় সহ-সভাপতি শফিউদ্দিন মোল্লা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খালিদ হোসেন, জাসদ মহানগর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জাসদ মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মুন্সি, মোসারেফ হোসেন, আকবর আলী শেখ, মহত শেখ, বীরমুক্তিযোদ্ধা সবুর মোলা, জাকির শেখ, সুজিত মল্লিক, জাসদ জেলা মহিলা সম্পাদিকা রেহেনা আক্তার, চাঁন মিয়া, বাচ্চু মিয়া, পরিতোষ, সুধীর কুমার, সহ সম্পাদক শেখ ওবায়দুল সুলতান বাবলু, জাসদ নেতা আবুল কাসেম, শেখ জাকির, বাগেরহাট জাসদের প্রতিনিধি মোঃ শাহিন, মোঃ মহসিন, ছাত্র নেতা শ্রাবন শেখ, তাজরিয়ান, নাইম খাঁন, মোঃ ইমরান, মাসুম, সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।