জাল পাসপোর্ট নিয়ে ভ্রমণ, প্যারাগুয়েতে গ্রেফতার রোনালদিনহো
দক্ষিণাঞ্চল ডেস্ক
জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢোকার অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। বুধবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে নামার পর দুই ভাই তাদের ভ্রমণ সংক্রান্ত ‘ভুয়া কাগজপত্র’ দিয়েছিলেন বলে শুক্রবার দেশটির কৌঁসুলিরা জানিয়েছেন।
পুলিশ পরে রোনালদিনহো ও তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এবং তাদের হোটল কক্ষে তল্লাশি চালায়, জানিয়েছে বিবিসি। দুই ভাই অবশ্য কোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
অপরিশোধিত কর এবং ব্রাজিলে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে হওয়া জরিমানা না দেওয়ায় ২০১৯ সালের জুলাইয়ে রোনালদিনহোর ব্রাজিলিয়ান ও স্পেনিশ পাসপোর্ট জব্দ করার কথা জানা গিয়েছিল। খেলায় তার জনপ্রিয়তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু অবশ্যই সবার আইনের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত। আপনি যেই হন না কেন, আইন আপনার ওপরও বর্তায়, বলেছেন প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রী ইউক্লিদস আসেভেদো।
৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবল তারকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি চ্যারিটিতে ও একটি বইয়ের প্রচারণায় অংশ নিতে প্যারাগুয়ে গিয়েছিলেন। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এ সুপারস্টারের মোট সম্পদের পরিমাণ ৮ থেকে ১০ কোটি পাউন্ড বলে অনুমান করা হয়।