জামিন মেলেনি খালেদার
জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়ার জামিনের পক্ষে ‘নতুন কোনো কারণ না পাওয়ায়’ তার আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
তবে খালেদা জিয়া যদি মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ‘অ্যাডভানসড ট্রিটমেন্ট’ নিতে সম্মতি দিলে, দ্রুত তার উন্নত চিকিৎসা শুরু করতে নির্দেশ দিয়েছে আদালত।
হাই কোর্ট বলেছে, উন্নত চিকিৎসার স্বার্থে বোর্ড চাইলে নতুন কোনো বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করতে পারবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবেদন পাওয়ার পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার জামিন আবেদন খারিজ করে এই আদেশ দেয়।
বিচারপতি ওবায়দুল হাসান আদেশে বলেন, “মনে রাখতে হবে, তিনি একজন বন্দি, সাধারণ অন্য রোগীদের মত সুযোগ সুবিধা তিনি পাবেন না। জেল কোড এবং নিয়ম নীতি মেনেই তাকে চিকিৎসা নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হবে।”