December 9, 2024
আঞ্চলিক

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি

তথ্য বিবরণী
আগামী ০৯ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের জন্য নতুন এই তারিখ নির্ধারণ করা হয়েছে। ঐ দিন সকাল আটটা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এ সাথে প্রচার করা হবে স্বাস্থ্যবার্তাসমূহ।
এবছর খুলনা বিভাগে ৬-১১ মাস বয়সী ২ লাখ ৮৬ হাজার ৬শ ১৭ এবং ১২-৫৯ মাস বয়সী ১৬ লাখ ৩৯ হাজার ৮শ ২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। ০৯ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুদের ভারাপেটে এটি খাওয়াতে হবে। বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষে সারা দেশে পালন করা হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *