জাতীয় বীমা দিবস আজ
দ. প্রতিবেদক
আজ রবিবার প্রথমবারের মতো সারা দেশের সাথে খুলনায় জাতীয় বীমা দিবস-২০২০ পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বীমা দিবসে শপথ করি, নিরাপদ জীবন গড়ি’। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় শহিদ হাদিস পার্র্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ব্যাংক মোড় ঘুরে পুনরায় শহিদ হাদিস পার্কে এসে শেষ হবে। র্যালি শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বীমা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।