জাতীয় গ্রন্থাগার দিবস আজ
দ; প্রতিবেদক
আজ ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস।
দিবসটি পালন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঐদিন বিকেল সাড়ে তিনটায় খুলনা বেতার থেকে র্যালি বের হবে। বিকেল সাড়ে চারটায় বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’।