October 9, 2024
আঞ্চলিক

জাতি গঠনে শিক্ষকদের অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে : শিক্ষা সচিব

খবর বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সচিব মোঃ মাহবুবু হোসেন বলেছেন বর্তমান সরকার শিক্ষাবাদ্ধব সরকার। তাই শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকার বহুমুখী পরিলল্পনা বাস্থবায়ন করছে। তিনি গতকাল সকালে খুলনা সার্কিট হাউসে শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত কালে একথা বলেন। শিক্ষা সচিব শিক্ষকদের শ্রেণী কক্ষে পাঠদানের উপর গুরুত্ব আরোপ করে বলেন, জাতি গঠনে শিক্ষকদের অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।

এই সময় অন্যান্যদের মধ্যে খুলনার বিভাগীয় কমিশনার ড. ম. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, মাউশি খুলনার আঞ্চলিক পরিচালক শেখ মোঃ হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাসুদ মাহমুদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রৌকশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী পরিচালক, মাউশি, খুলনা, কলেজ অধ্যক্ষ জনাব মাধব চন্দ্র রায়, ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম, শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক জি এম মোজাহিদুল ইসলাম, আসাদ উল্লাহ, আতারুল ইসলাম এম এম ইমরান হোসেন, আজিজুল ইসলাম, আয়েশা আবু বক্কর, রায়হান উদ্দীন, সাহাদাত হোসেন, মোঃ সুজা সহ অনেকে। পরে কলেজের পক্ষ থেকে শিক্ষা সচিব কে স্মারক লিপি দেয়া হয়।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *