September 18, 2024
আঞ্চলিক

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে কেইউজে’র আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র আলোচনা সভা গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায়, হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক একে হিরু, অমিয় কান্তি পাল, মোঃ সাহেব আলী, সুবীর রায়, অমল সাহা, মোঃ শাহ আলম, মলি­ক সুধাংশু, বিএফইউজে’র নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, যুগ্ম-সধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম নূর হাসান জনি, ইউনিয়নের সদস্য রকিব উদ্দিন পান্নু, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য সুনীল দাস, বাপ্পী খান, পলাশ দত্ত, সাগর সরকার, হাসানুর রহমান তানজীর।
সভায় ক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শতবর্ষ পূর্তি জন্মবার্ষিকীতে একশ’ পাউন্ডের কেক কাটার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। এর আগে প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর পথিকৃতিতে মাল্যদান শেষে কেক কাটা হয়। এসময় ইউনিয়নের উপোরক্ত নেতৃবৃন্দসহ মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *